মোঃমামুন নীলফামারী প্রতিনিধি
নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগিনা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে ২৯এপ্রিল ২০২৫ইং বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেেন খালিশা চাপানী ইউনিয়ন শাখা বিএনপি।
মিছিলটি ডালিয়া নতুন বাজার দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেই শেষ করেন।মিছিলে খালিশা চাপানী ইউনিয়ন শাখা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম সভাপতি বিএনপি। সামছুল হক হুদা সাবেক চেয়ারম্যান খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ। মোজাম্মেল হক সাধারণ সম্পাদক বিএনপি।সাইফুল ইসলাম সাবেক সাধারন সম্পাদক বিএনপি। ওবায়দুর রহমান সভাপতি কৃষক দল। সামছুল হক সভাপতি শ্রমিক দল। নওশাদ আলী ইউপি সদস্য। আব্দুল করিম যুবদল ভারপ্রাপ্ত আহবায়ক।সফিকুল ইসলাম সভাপতি স্বেচ্ছাসেবক দল। মমিনুর রহমান সভাপতি মৎস্যজীবি দল খালিশা চাপানী ইউনিয়ন শাখা সহ আরও অনেকে।
বক্তারা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবি জানিয়ে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের দায়েরকৃত মিথ্যা ও ভুয়া মামলায় গ্রেফতার করে সরকার বিএনপিকে হয়রানি করতে চাচ্ছে।প্রয়োজনে গণআন্দোলনের মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাটি ও মানুষের নেতা তুহিন ভাইয়ের মুক্তি নিশ্চিত করবো।
তারা অবিলম্বে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবি জানান এবং হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হলে নীলফামারী জেলায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।।