রাজধানী মিরপুর ১০ নং সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে
মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ১৫:৩৫ ঘটিকা হতে রাজধানী মিরপুর মডেল থানাধীন মিরপুর – ১০ গোলচত্বরে ধর্ষণের বিরুদ্ধে ও আছিয়ার ধর্ষণকারীদের সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ৪o -৫o শিক্ষার্থীরা
we want Justice,
Justice for আছিয়া
তুমি কে? আমি কে?
আছিয়া আছিয়া,আমার সোনার বাংলায়
ধর্ষকদের ঠাঁই নাই, সহ নানা স্লোগান দিচ্ছে।
আয়োজক :- বৈষম্য বিরোধী ছাত্র জনতা মিরপুর জোন।