পৃথিবীতে এমন মানুষ ও আছে!
গাড়িটা যখন এক্সিডেন্ট করে বুঝতেও পারি নাই কিছু। কিভাবে কি হইলো, একটু পরেই দেখি চারপাশে হইচই লেগে গেছে। তখন আমার মাথাটা ভোঁভোঁ করে ঘুরছে। নিজেকে একটু শান্ত করলাম। অনুভব করলাম রক্তের বন্যা বয়ে যাচ্ছে। মানুষের আহাজারি, চিৎকার-কান্নায় চারপাশের বাতাস ভারি হয়ে গেছে।
ঠিক তখনই দেখলাম- আমার বামপাশের পা টা শরীর থেকে আলাদা হয়ে অল্প একটু চামড়ার সাথে আটকে আছে। প্রচন্ড ব্যথার সাথে রক্তের বন্যা। হঠাৎ একজন মানুষ এগিয়ে আসলো আমার দিকে। ভাবলাম সাহায্য করবেন। কিন্তু এসেই আমার ডান দিকের পকেটে হাত দিয়ে মোবাইলটা বের করে নিলেন। মনে মনে ভাবলাম আমার পরিবারকে কল দিচ্ছে। কিন্তু লোকটা এরপরে বাম পাশে হাত দিলেন। তার হাতটা ঠিক আমার কাটা জায়গায় লাগলো। আমিও ব্যথায় চিৎকার দিয়ে উঠি। কথা বলার বা নিষেধ করার মতো অবস্থা ছিলনা তখন আমার। লোকটা আমার পকেটে থাকা ৭০,০০০ টাকা এবং মানিব্যাগটা নিয়ে চলে গেলো। আমিও নীরব হয়ে তার চলে যাওয়া দেখলাম। তাকে বাঁধা দেওয়ার ক্ষমতা আমার ছিল না তখন।