মনা যশোর প্রতিনিধিঃ
ইং ১৮/০৪/২০২৫খ্রিঃ রাত ২১.১৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা(ডিবি),যশোরের এসআই(নিঃ)/খান মাইদুল ইসলাম রাজীব, এসআই(নিঃ)/বিপ্লব সরকার সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা টিম যশোর কোতয়ালী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে র্যাব-৬, যশোরের সহায়তায় অত্র থানাধীন পুলেরহাট এলাকা থেকে জিআর-৩৪০/১৯(কোতয়ালী) এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ হৃদয়(২৮), কে গ্ৰেফতার করেছে। তার বিরুদ্ধে খুন মামলা সহ একাধিক মামলা রয়েছে।
এসংক্রান্তে গ্ৰেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্ৰেফতারকৃত আসামির নাম ও ঠিকানাঃ
মোঃ হৃদয়, পিতা-মৃত ওহাব, সাং-কৃষ্ণবাটি, থানা-কোতয়ালী, জেলা-যশোর।