মনা যশোর প্রতিনিধিঃ
অদ্য ১৭/০৪/২০২৫খ্রিঃ বিকাল ১৬.০০ঘটিকায় শামস্-উল-হুদা ফুটবল একাডেমী, হামিদপুর, যশোরের আয়োজনে ভারতে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ-২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দল এর প্রস্তুতি ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, ফুটবল একটি অত্যন্ত জনপ্রিয় খেলা। আমিও ফুটবল খেলাটা পছন্দ করি তার অন্যতম কারণ হলো খেলায় চমৎকার একটি টিম ওয়ার্ক কাজ করে।
তিনি আরো বলেন, সমাজে শামস্-উল-হুদা ফুটবল একাডেমীর মত প্রতিষ্ঠান যত বেশি প্রতিষ্ঠিত হবে রাষ্ট্র থেকে অপরাধ প্রবণতা ততবেশি কমে আসবে।
পরিশেষে তিনি আয়োজক কমিটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আজাহারুল ইসলাম মহোদয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ শফিকউজ্জামান, নির্বাহী সদস্য, শামস্-উল-হুদা ফুটবল একাডেমী।