মনা যশোর জেলা প্রতিনিধিঃ
ইং ০৪/০৩/২০২৫খ্রিঃ রাত ২০.০৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা(ডিবি) যশোরের এসআই(নিঃ)/ বিপ্লব সরকার এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র থানাধীন ষষ্ঠীতলা সাকিনস্থ পঙ্গু হাসপাতালের সামনে জনৈক এ্যাডঃ শামসুর রাহমানের পরিত্যক্ত বাড়ির পার্কিংয়ের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধভাবে মাদক ক্রয়বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ)/ বিপ্লব সরকার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাগণকে অবহিত করে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ উক্ত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দুইজন মহিলা সুকৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় মহিলা পুলিশদ্বয় সহ পুরা টিম তাদের ধৃত করে।
পরবর্তীতে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় নিজেদের নাম ঠিকানা প্রকাশ করে এবং তাদের হেফাজতে মাদকদ্রব্য গাঁজা আছে বলে স্বীকার করে।
এরপর সঙ্গে থাকা মহিলা পুলিশ দ্বারা আসামিদের তল্লাশি করে ধৃত আসামি মোছাঃ তৃষ্ণা আক্তার (২৬) @ প্রিয়া এর ডান হাতে থাকা একটি পলিথিনের মধ্যে কাগজে মোড়ানো ৭২(বাহাত্তর) পোঁটলা অবৈধ মাদকদ্রব্য গাঁজা যার ওজন ৩০০(তিনশত) গ্ৰাম এবং অনুমান মূল্য ৯,০০০/- টাকা উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে রাত ২০.৩০ ঘটিকায় উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
ধৃত প্রিয়া আক্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে অপর ধৃত আসামি মোছাঃ শাহানারা বেগম(৫৬), এর সহায়তায় সে উক্ত স্থানে মাদকসেবীদের কাছে মাদক বিক্রয় করছিল। ধৃত আসামিদ্বয় সম্পর্কে মা ও মেয়ে তারা পরস্পর যোগসাজশে মাদক বিক্রয় করে আসছিল।
এসংক্রান্তে এসআই(নিঃ)/ বিপ্লব সরকার বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করলে মামলা নং- ১৪, তারিখ- ০৪/০৩/২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৯(কি)/৪১ রুজু হয়।
ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।
ধৃত আসামিদের নাম ও ঠিকানাঃ
১। মোছাঃ তৃষা আক্তার @ প্রিয়া @ তৃষা (২৬), পিতা-মৃত কাজী আক্তার হোসেন, মাতা-মোছাঃ শাহানারা বেগম@ শাহানাজ@বৈরী, স্বামী-মৃত কাজী তানভীর ইসলাম অন্তর, সাং-রেলগেট(পশ্চিম পাড়া), থানা-কোতয়ালী, জেলা-যশোর, এর আগে মামলা ১৬টি।
২। মোছাঃ শাহানারা বেগম(৫৬), পিতা-মৃত নবিজ উদ্দীন, স্বামী-মৃত কাজী আক্তার হোসেন, সাং-রেলগেট(পশ্চিম পাড়া), থানা-কোতয়ালী, জেলা-যশোর এর আগে মামলা ৪টি।
উদ্ধারঃ সর্বমোট ৭২ পোঁটলা অবৈধ মাদকদ্রব্য গাঁজা, যার ওজন ৩০০(তিনশত) গ্রাম এবং অনুমান মূল্য ৯,০০০/-টাকা।