করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় ভ্যান ও মোবাইল উদ্ধার সহ আটক-৫
মনা যশোর প্রতিনিধিঃ
ঘটনা ও গ্রেফতারের বিবরণ: গত ইং-২৮/০২/২০২৫ তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় বাদী মোঃ নুরুল ইসলাম মোল্যা(৬৬) তাহার ভ্যানে যাত্রী মোঃ ইসহাক আলী’কে নিয়ে মনিরামপুর পৌরসভাস্থ গরু হাটা মোড় থেকে দেবীদাসপুর গ্রামস্থ সুইচ গেটের উদ্দেশ্যে রওনা করে। একই তারিখ রাত অনুমান ০১.৩৫ ঘটিকার সময় ঘটনাস্থল মনিরামপুর থানাধীন হাকোবা গ্রামস্থ হাকোবা ডিপের মোড়ে পৌছালে অজ্ঞাতনামা ৫ জন আসামী রাস্তার উপর বাদীর ভ্যান আটকিয়ে ভ্যানের চাবি নিয়ে নেয়। তখন বাদী আসামীদের পরিচয় জিজ্ঞাসা এবং ভ্যান দিতে অস্বীকৃতি জানাইলে আসামীরা অতর্কিতভাবে বাদীকে লোহার রড দিয়ে এলোপাথাড়ি ভাবে মারপিট করিয়া বাদীর কপালে এবং মাথার মাঝখানে গুরুতর জখম করে। বাদীর সাথে থাকা ভ্যানের যাত্রী মোঃ ইসহাক আলী বাদীকে বাঁচাতে আসিলে আসামীরা তাকেও এলোপাথাড়ি মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। আসামীরা বাদীর ব্যাটারী চালিত ভ্যান এবং যাত্রী ইসহাক আলী’র ব্যবহৃত ১টি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাদেরকে রাস্তার পাশে থাকা ভুট্টা ক্ষেতে নিয়ে নেট জাল দিয়ে বেধে রেখে ঘটনাস্থল ত্যাগ করে মর্মে বাদীর অভিযোগের প্রেক্ষিতে মণিরামপুর থানায় একটি মামলা রুজু হয়।
উক্ত ঘটনাটি অত্যন্ত চাঞ্চল্যকর হওয়ায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরের নেতৃত্বে এসআই/ খান মাইদুল ইসলাম রাজিব, এসআই/বিপ্লব কুমার সরকার, কং/আব্দুল বাতেন সহ সঙ্গীয় অফিসার ফোর্স তাৎক্ষণিক অপরাধীকে সনাক্ত এবং গ্রেফতারের নিমিত্তে অভিযান পরিচালনা শুরু করে এবং ঘটনাটি সংঘটনের দ্রুত সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িত ০৫(পাঁচ) জন অপরাধীকে সনাক্ত পূর্বক ইং-০৮/০৩/২০২৫ তারিখ রাত্র ০০.৩০ ঘটিকা হতে রাতভর যশোর কোতয়ালী সহ ঝিনাইদহ কালিগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০৫(পাঁচ) জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার দিন গত ইং ২৮/০২/২০২৫ তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় বাদী মোঃ নুরুল ইসলাম মোল্যা তাহার ভ্যানে যাত্রী মোঃ ইসহাক আলী’কে নিয়ে মনিরামপুর পৌরসভাস্থ গরু হাটা মোড় থেকে দেবীদাসপুর গ্রামস্থ সুইচ গেটের উদ্দেশ্যে রওনা করে। একই তারিখ রাত অনুমান ০১.৩৫ ঘটিকার সময় ঘটনাস্থল মনিরামপুর থানাধীন হাকোবা গ্রামস্থ হাকোবা ডিপের মোড়ে পৌছালে অজ্ঞাতনামা ০৪ জন আসামী রাস্তার উপর বাদীর ভ্যান আটকিয়ে ভ্যানের চাবি নিয়ে নেয়। তখন বাদী আসামীদের পরিচয় জিজ্ঞাসা এবং ভ্যান দিতে অস্বীকৃতি জানাইলে আসামীরা অতর্কিতভাবে বাদীকে লোহার রড দিয়ে এলোপাথাড়ি ভাবে মারপিট করিয়া বাদীর কপালে এবং মাথার মাঝখানে গুরুতর জখম করে। বাদীর সাথে থাকা ভ্যানের যাত্রী মোঃ ইসহাক আলী বাদীকে বাঁচাতে আসিলে আসামীরা তাকেও এলোপাথাড়ি মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে বাদীর ব্যাটারি চালিত ভ্যান এবং বাদীর সাথে থাকা যাত্রীর ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যায়। পরবর্তীতে আসামীরা বাদীর উক্তভ্যানটি ধৃত আসামী মোঃ বাবু(৪২) এর নিকট বিক্রয় করে মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের তথ্য-
১। মোঃ মজিবর রহমান(৬০), পিতা- মৃত বেলায়েত আলী, মাতা -মৃত জবেদা খাতুন, সাং- মিরের ডাঙ্গা, থানা-বাগেরহাট সদর , জেলা বাগেরহাট, এপি-খড়কি বামন পাড়া, থানা – কোতোয়ালি, জেলা যশোর
২। মোঃ নূরনবী (৪৫), পিতা- মৃত জবেদ আলী, মাতা- মৃত সুফিয়া খাতুন, সাং -কাশিপুর পশ্চিমপাড়া, থানা -কালিগঞ্জ, জেলা- ঝিনাইদহ
৩। ইমাদুল মীর @ টাইগার(৬৫), পিতা -মৃত আবুল কাশেম, মাতা -মৃত কুলসুম বেগম, সাং -কাশিপুর পশ্চিমপাড়া, থানা – কালিগঞ্জ, জেলা – ঝিনাইদহ,
৪। মোঃ মিঠু (৩৩), পিতা- মৃত হোসেন আলী, মাতা -সোনা বানু, সাং – কাশিপুর রেলগেট, থানা – কালিগঞ্জ, জেলা-ঝিনাইদহ
৫। মোঃ বাবু (৪২), পিতা- মৃত মিকাইল হোসেন, মাতা -কাঞ্চন বেগম, সাং – কাশিপুর পশ্চিম পাড়া, থানা -কালিগঞ্জ , জেলা- ঝিনাইদহ।
উদ্ধার –
১। বাদীর ছিনতাই হওয়া ব্যাটারী চালিত ভ্যান,
২। একটি সচল সীমযুক্ত Marlax বাটন মোবাইল ফোন,