মনা নিজস্ব প্রতিনিধিঃ
এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য হলো “আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”
অদ্য ২৯/০৪/২০২৫খ্রিঃ সকাল ১০.৩০ ঘটিকায় রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ প্রদানের মাধ্যমে পুলিশ সপ্তাহ-২০২৫খ্রিঃ উদ্বোধন করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে যশোর জেলা পুলিশ লাইন্স ড্রিল শেড থেকে ভার্চুয়ালি যুক্ত হয় জেলা পুলিশ সহ অন্যান্য ইউনিটের পুলিশ সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে পুলিশ সপ্তাহ-২০২৫খ্রিঃ উপলক্ষে পুলিশ লাইন্সে প্রীতিভোজের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সহ অন্যান্য ইউনিটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।