ইউরোপের ক্লাব ফুটবলে বড়সড় চমক আসছে! কোচ পেপ গার্দিওলা তার দলের স্কোয়াড শক্তিশালী করতে নতুন প্ল্যান হাতে নিয়েছেন।
স্প্যানিশ গণমাধ্যম El Nacional জানিয়েছে, ম্যানচেস্টার সিটির সামনের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে গার্দিওলার প্রধান টার্গেট হচ্ছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা।
বর্তমানে বার্সেলোনার হয়ে খেলা রাফিনহা তার গতি, ড্রিবলিং এবং আক্রমণাত্মক খেলার জন্য বিখ্যাত। ম্যান সিটির ডান উইংয়ে আরও ভিন্নমাত্রা যোগ করতে চাইছেন পেপ, আর তাই রাফিনহার দিকে নজর দিয়েছেন তিনি।
গার্দিওলা মনে করেন, রাফিনহার মতো প্রতিভাবান ফুটবলার তার দলের আক্রমণভাগে নতুন রোমাঞ্চ যোগ করতে পারবে এবং দলের সামগ্রিক শক্তি বাড়াবে।
তবে, বার্সেলোনা রাফিনহাকে ছাড়তে রাজি হবে কি না, তা এখনও পরিষ্কার নয়। তবে একাধিক সূত্র ইঙ্গিত দিচ্ছে, উপযুক্ত প্রস্তাব পেলে বার্সাও আলোচনায় বসতে পারে।